ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজে একাদশ শ্রেণীতে ছাত্র ছাত্রী ভর্তি করাকে কেন্দ্র করে কলেজে হামলা চালিয়ে অধ্যক্ষসহ শিক্ষকদের মারপিট, কলেজের দরজা জানালা ভাংচুর ও মটর সাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে একটি ছাত্র সংগঠনের (ছাত্রলীগ) কর্মীরা এই ঘটনা ঘটায়। পুলিশ বাধা দিতে গেলে তাদের উপর চড়াও হয় হামলাকারীরা।

পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ জানায়, পূর্ব ঘোষিত নোটিশ মতে শনিবার সকালে সরকারি কলেজে একাদশ শ্রেণীতে ভর্র্তির অপেক্ষমান তালিকায় থাকা শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হলেও নিয়ম বহির্ভূত ভাবে দলীয় সমর্থকদের ভর্তির দাবিতে কলেজ কর্তৃপক্ষের উপর চড়াও হয় ওই সংগঠনের নেতা-কর্মীরা। এতে ভর্তি কার্যক্রম বন্ধ হয়ে গেলে তারা অধ্যক্ষ প্রফেসর আব্দুর রহমান, উপাধ্যক্ষ মসলেমউদ্দীন সহ শিক্ষকদের মারপিট করে।

এ সময় কলেজের দরজা-জানালা ভাংচুর করা সহ মটর সাইকেলে অগ্নি সংযোগ করে করলে পুলিশ বাধা দেয়। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

(জেএবি/জেএ/জুলাই ১৯, ২০১৪)