জামালপুর প্রতিনিধি : যমুনা সার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর রাতে অ্যামোনিয়া প্লান্টের সিনথেসিস সেকশনের স্টার্টার হিটারের হ্রাইডোজেন গ্যাস পাইপ লাইন ফেটে গিয়ে এ অগ্নিকান্ডের ফলে কারখানার সকল ইউনিট বন্ধ করে দেয়া হয়েছে। অগ্নিকান্ডের ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

কারখানার একটি সূত্র জানিয়েছে, দৈনিক সাড়ে ১৭শ’ মেট্রিক টন উৎপাদনক্ষম কারখানাটির বার্ষিক সংস্কার কাজ শেষে ১৬ নভেম্বর ভোর থেকে কারখানাটি চালু করা হয়। মঙ্গলবার থেকে সার উৎপাদনে যাওয়ার কথা ছিল। কিন্তু ভোর পাঁচটর দিকে অ্যামোনিয়া প্লান্টের সিনথেসিস সেকশনের স্টার্টার হিটারের হাইড্রোজেন গ্যাস পাইপ লাইন ফেটে বিস্ফোরণ হয়। এতে ওই সেকশনে আগুন লেগে যায়। সার কারখানার ফায়ার সার্ভিস একটি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডের সময়ই কারখানা সকল ইউনিট শাট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক মাহবুবা সুলতানা অগ্নিকান্ডের বিষয়টি স্বীকার করে বলেন, ঘটনায় কারখানার বিভিন্ন সেকশনের কর্মকর্তা ও প্রকৌশলীদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ করছেন। কি পরিমাণ ক্ষতি এবং কবে নাগাদ কারখানা চালু হবে তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বলতে পারছেন এই কর্মকর্তা।

(আরআর/এসপি/নভেম্বর ২৭, ২০১৮)