কুষ্টিয়া প্রতিনিধি : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি আসনে দলের মনোনীত ৮ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি।

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে দলীয় ধানের শীষ প্রতিকে মনোনয়ন পেয়েছেন আসনটির সাবেক সাংসদ ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা ও বিএনপি নেতা রমজান আলী।

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে দলীয় ধানের শীষ প্রতিকে মনোনয়ন পেয়েছেন জাতীয়তাবাদী কেন্দ্রীয় আইনজীবি ফোরামের দপ্তর সম্পাদক ও সাবেক সাংসদ আব্দুর রউফ চৌধুরীর ছেলে ব্যরিষ্টার রাগীব রউফ চৌধুরী। এছাড়া ঢাকা মহানগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় রাজনীতিতে পরিচিত মুখ ফরিদা ইয়াসমিন পেয়েছেন দলের মনোনয়ন।

কুষ্টিয়া-৩ (সদর) আসনে দলীয় ধানের শীষ প্রতিকে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ অধ্যক্ষ সোহরাব উদ্দিন। এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।

কুষ্টিয়া-৪ (সদর) আসনে দলীয় ধানের শীষ প্রতিকে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ সৈয়দ মেহেদী আহম্মেদ রুমি এবং উপজেলা বিএনপির সেক্রেটারী নুরুল ইসলাম আনসার প্রামানিক।

জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু মনোনয়নের এ তথ্য নিশ্চিত করে জানান, কুষ্টিয়ার চারটি আসনে মোট ৮জনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। যাতে মামলা ও কোন কারনে প্রার্থীতা বাদ না হয় এজন্য দুইজন করে মনোনয়ন দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, আগামী নির্বাচনে যদি শান্তিপূর্ণ নির্বাচন হয় তাহলে কুষ্টিয়ার চারটি আসনেই বিএনপি বিপুল ভোটে জয় লাভ করবে।

(কেকে/এসপি/নভেম্বর ২৭, ২০১৮)