সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : রাজনীতির মূল্যায়ন ও শেকরে পৌঁছানোর লক্ষ্যে বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-৩ আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী অসীম কুমার উকিল মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রাক্তন গণপরিষদ সদস্য প্রয়াত হাদিস উদ্দীন চৌধুরীর প্রতি গভীর শ্রদ্ধা জানাতে ছুটে যান গগডা গ্রামে তার কবর স্থান প্রাঙ্গণে।

মঙ্গলবার সকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। এ সময় হাদিস উদ্দীন চৌধুরীর আত্মার শান্তিকামনায় বিশেষ দোয়া অনুষ্ঠানের আগে নেতাকর্মীরা দাড়িঁয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

একই ভাবে তিনি মুক্তিযুদ্ধের সংগঠক ডা. সৈয়দ আব্দুল খালেকের কবর প্রাঙ্গনে যান গোপালাশ্রম গ্রামে। এর পর রামচন্দ্রপুর গ্রামের মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট আওয়ামীলীগ নেতা তমজিদ উদ্দীন ভূঞা ও কেন্দুয়া পৌরসভার প্রতিষ্ঠাতা মেয়র আব্দুল হক ভূঞার কান্দিউড়া গ্রামে পারিবারিক কবর প্রাঙ্গণে গিয়ে বিশেষ দোয়ায় অংশ নেন তিনি।

এছাড়া মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আনিছুর রহমান আঞ্জুর রামচন্দ্রপুর গ্রামের বাড়িতে গিয়ে তার অসুস্থতার খোঁজ খবর নেন অসীম কুমার উকিল।

অপরদিকে সোমবার ঢাকা থেকে আসার পথে ময়মনসিংহে জেলা স্কুল রোডে বসবাসরত নেত্রকোনা-৩ আসনের ৪ বারের নির্বাচিত এম.পি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এম. জুবেদ আলী এডভোকেটের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন অসীম কুমার উকিল ও তার স্ত্রী অধ্যাপক অপু উকিল।

এসময় তারা এম. জুবেদ আলীর নিকট দোয়া আশ্বির্বাদ কামনা করলে এম. জুবেদ আলী এডভোকেট আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকা মার্কার বিজয়ের জন্য সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে অসীম কুমার উকিল ও অপু উকিলকে নৌকার বিজয়ের জন্য মাথায় হাত বুলিয়ে আশ্বির্বাদ করেন।

(এসবি/এসপি/নভেম্বর ২৭, ২০১৮)