সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রস্তুতি মূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম।

উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: মোফাজ্জল হোসেন ভূঞা, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা রোজি, কেন্দুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদ হাসান, সহকারী কমিশনার (ভূমি) শিরিন সুলতানা, অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী, কেন্দুয়া কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রনেন সরকার, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো: বজলুর রহমান, প্রাক্তন কমান্ডার গোলাম জিলানী, জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মোতাহার হোসেন, কেন্দুয়া বাজার কমিটির সভাপতি মো: এনামুল হক ভূঞা, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুস সাত্তার আহম্মদ, কেন্দুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক আব্দুস সাত্তার, কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, উদীচী শিল্পী গোষ্টির সভাপতি রাখাল বিশ্বাস, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক মহিউদ্দীন সরকার, উপজেলা ক্রিড়া সংস্থার সম্পাদক আশরাফ উদ্দিন ভূঞা, বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দুয়া উপজেলা শাখার সভাপতি মো: মুখলেছুর রহমান বাঙ্গালী সহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। সভায় সভার সভাপতি বিজয় দিবস সুষ্ঠুভাবে উদযাপনের জন্য গঠিত বিভিন্ন উপ-কমিটির দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও সদস্যদের আন্তরিকভাবে তাদের দায়িত্ব পালনের অনুরোধ জানান। তিনি বলেন, মহান বিজয় দিবস উদযাপনের মধ্য দিয়ে তরুণ প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছড়িয়ে দিতে সকলকে আন্তরিক হতে হবে।

(এসবি/এসপি/নভেম্বর ২৭, ২০১৮)