বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্র অভিনেতা রাজ রাজ্জাক হাসপাতালে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছেন তার ছোট ছেলে চিত্রনায়ক সম্রাট। বৃহস্পতিবার তাকে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে রাজধানীর ইউনাইটেড হাসপাতলের ইন্টেনসিভ কেয়ারে (আইসিইউ) ভর্তি করা হয়।

সম্রাট বলেন,“বৃহস্পতিবার ইফতারের পর আব্বার বুকে ব্যথা শুরু হয়। শ্বাসকষ্টের সঙ্গে রক্তচাপও বেড়ে গিয়েছিল। আমরা সঙ্গে সঙ্গে তাকে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি করি।”

অভিনেতা রাজ্জাক দীর্ঘদিন ধরে নিউমোনিয়াতে ভুগছেন। এ বছর মার্চে তার অবস্থার অবনতি হতে শুরু করে। তখন তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর খানিকটা সেরে উঠলেও এক সপ্তাহের মধ্যে আবারও ভর্তি হয়েছিলেন স্কয়ার হাসপাতালে।

১৯৬৪ সালে তৎকালীন পাকিস্তান টেলিভিশনে রাজ্জাক ‘ঘরোয়া’ নামের ধারাবাহিক নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। এর পরে আব্দুল জব্বার খানের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন।

সালাউদ্দিন প্রোডাকশন্সের ‘তেরো নাম্বার ফেকু অস্তাগড় লেন’ সিনেমার মধ্য দিয়ে রূপালী পর্দায় অভিষেক হয় তার।

এরপর তিনি ‘জীবন থেকে নেয়া’, ‘ময়নামতি’, ‘রংবাজ’, ‘আলোর মিছিল’, ‘পিচঢালা পথ’, ‘বেঈমান’, ‘দুই পয়সার আলতা’, ‘আনার কলি’, ‘নাতবউ’সহ ৩ শতাধিক চলচ্চিত্রে দাপটের সাথে অভিনয় করেছেন।

(ওএস/এটিআর/জুলাই ১৯, ২০১৪)