মাগুরা প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা দুটি আসন থেকে আজ বুধবার ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

বুধবার সকালে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে মাগুরা-১ আসনের আওয়ামীলীগ দলীয় প্রার্থী প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর ও মাগুরা-২ আসনের আওয়ামীলীগ দলীয় প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ্যাডভোকেট বীরেন শিকদার সকালে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ আলী আকবরের কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন।

এ সময় জেলা আওয়ামীলীগের সভাপতি তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সহ-সভাপতি আব্দুল ফাত্তাহ, মুন্সি রেজাউল হক, আবু নাসির বাবলু, এ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম,বাসুদেব কুন্ডু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, প্যানেল মেয়র মকুবুল হোসেন মাকুল, প্রচার সম্পাদক শাখারুল ইসলাম শাকিলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে মাগুরা-১ আসনে বিএনপি দলীয় প্রার্থী মানোয়ার হোসেন খানের পক্ষে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আকতার হোসেন জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় বিএনপি নেতা এ্যাডভোকেট সাকাওয়াত হোসেন,ফারুক আহামেদ বাবুল, রেজাউল ইসলাম, হাসান ইমাম সুজা, এ্যাডভোকেট সাহেদ হোসেন টগর প্রমুখ উপস্থিত ছিলেন। দুপুরে মাগুরা-২ আসনে বিএনপির দলীয় প্রার্থী ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দেন।

এ সময় তার সাথে ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহম্মদ, আদর্শ কলেজের উপাধক্ষ্য গোলাম কাবিয়ার, ব্যারিষ্টার দেবাশীষ রায় চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ ।

এছাড়া মাগুরা-১ আসন থেকে জাতীয় পার্টির মনোনিত প্রার্থী এ্যাডভোকেট হাসান সিরাজ সুজা, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (রব) এর প্রার্থী এম এ আউয়াল, বিএনএফ প্রার্থী মোতাসিম বিল্লাহ মাগুরা-১ আসনে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দুই প্রার্থী আলহাজ্ব মাওলানা নাজিরুল ইসলাম মাগুরা-১ ও মাগুরা-২ আসনের প্রার্থী হিসেবে মুফতি মোস্তফা কামাল এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন ।

(ডিসি/এসপি/নভেম্বর ২৮, ২০১৮)