জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি : সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে জোট মহাজোটের প্রার্থী কে কে তা এখনো পুরোপুরি পরিস্কার না হলেও সাবেক দুই সাংসদ আওয়ামীলীগের হাফিজ আহমদ মজুমদার ও বিএনপি নেতৃত্বাধীন জোটের জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাও. ফরিদ উদ্দিন চৌধুরীকে জোট মহাজোটের প্রার্থী ভাবা হচ্ছে। 

এর বাইরে মহাজোটের শরিক জাতীয় পার্টির বর্তমান সাংসদ সেলিম উদ্দিন দলীয় মনোনয়ন জমা দিয়েছেন, রমনা শাহবাগ থানা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ফয়জুল মুনির চৌধুরী আওয়ামীলীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করলেও তা জমা না দিয়ে গতকাল মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন।

অপরদিকে বিএনপি দলীয় মনোনয়নের চিঠি পেয়ে মনোনয়ন জমা দিয়েছেন কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন। বিএনপির জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাও. উবায়দুল্লাহ ফারুক, ইসলামী ঐক্যজোট থেকে এমএ মতিন চৌধুরীও দলীয় মনোনয়ন জমা দিয়েছেন। এতে জোট-মহাজোটের প্রকাশ্যে বিদ্রোহের ছাপ লক্ষ করা যাচ্ছে।

(এসপি/এসপি/নভেম্বর ২৮, ২০১৮)