কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) নির্বাচনী এলাকায় বিএনপির দুই প্রার্থী এক সঙ্গে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলামের কাছে বুধবার বেলা দুইটায় টায় তাদের দলীয় মনোনয়নপত্র জমা দেন।

নেত্রকোনা জেলা বি.এন.পির সহ-সভাপতি কেন্দুয়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও সদ্য পদত্যাগকারী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো: দেলোয়ার হোসেন ভূঞা এবং উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী এক সঙ্গে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেয়ার পর উপজেলা পরিষদ প্রাঙ্গনে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দেলোয়ার হোসেন ভূঞা বলেন, এই ধানের শীষ প্রতীক বিজয়ী মানেই খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তি। তাই আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেবেন। এর পর তারা দুজনেই একই ভাবে আটপাড়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।

এদিকে জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত প্রার্থী জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন ভূঞা এবং ইসলামী ঐক্যজোটের প্রার্থী অধ্যাপক এহতেশাম সারোয়ার ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মো: জাকির হোসেন সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৃথকভাবে তাদের মনোনয়নপত্র জমা দেন।

(এসবি/এসপি/নভেম্বর ২৮, ২০১৮)