নড়াইল প্রতিনিধি : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে (লোহাগড়া ও নড়াইল সদরের আংশিক) আ’লীগের প্রার্থী ওয়ানডে ক্রিকেটের অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছেন নড়াইল জেলা আ’লীগের নেতৃবৃন্দ। 

বুধবার দুপুর ১টার দিকে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আঞ্জুমান আরার নিকট মনোনয়নপত্র জমা দেন নড়াইল জেলা আ’লীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ।

এ ছাড়া নড়াইল-২ আসনে বর্তমান সংসদ সদস্য জেলা ওয়ার্কার্স পার্টির নেতা শেখ হাফিজুর রহমান, সাবেক সংসদ সদস্য মুফতি শহিদুল ইসলাম, ইসলামী আন্দোলন নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক এসএম নাসির উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী মুফতি মোহাম্মদ তালহা ইসলাম, মোঃ মনির হোসেন, এনপিপি(নিলু), মোঃ মনিরুল ইসলাম, স্বতন্ত্র মোঃ জালাল উদ্দিন, মোঃ মাহবুবুর রহমান, বিএনপি থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন শরীফ কাসাফুদ্দোজা কাফী, এনপিপির চেয়ারম্যান ডঃ ফরিদুজ্জামান ফরাদ, জাপার(এরশাদ) মোঃ ফায়েকুজ্জামান ফিরোজ, জাসদ (রব) সাংবাদিক ফকির শওকত ।

অপরদিকে, নড়াইল-১ আসনে (কালিয়া ও নড়াইল সদরের আংশিক) আ’লীগ থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান সংসদ সদস্য মোঃ কবিরুল হক বিশ্বাস মুক্তি, ১৪ দলের শরিক জাসদের কেন্দ্রীয় নেতা শরীফ নুরুল আম্বিয়া।

বিএনপি থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন নড়াইল জেলা বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর বিশ্বাস, জাপার (এরশাদ) মিল্টন মোল্যা, এস.এম সাজ্জাদ হোসেন এবং এস.কে.এম সাজ্জাদ হোসেন, ইসলামী আন্দোলনের মোঃ খবির উদ্দিন, এনপিপি (নিলু) মোঃ মুনছুরুল হক, স্বতন্ত্র প্রার্থী শেখ মিজানুর রহমান, ওমর আলী ও শিকদার শাহাদত হোসেন।

(আরএম/এসপি/নভেম্বর ২৮, ২০১৮)