সিরাজগঞ্জ প্রতিনিধি : আগামী সংসদ নির্বাচন সংবিধানের আলোকে অনুষ্ঠিত হবে। গণতন্ত্র বিশ্বাস করেন যারা তাদেরকে সংবিধান মেনেই আগামী নির্বাচনে অংশ নিতে হবে। গণতন্ত্রের নামে যারা মানুষ খুন করে, ধ্বংসযজ্ঞ চালিয়ে দেশের সম্পদ নষ্ট করে  এবং মানুষের জানমালের ক্ষতি করে তারা দেশ ও গণতন্ত্রের শত্রু। মুক্তিযুদ্ধের অর্জনকে ধ্বংস করে জামায়াত-শিবির আর বিএনপি মিলে দেশের উন্নয়নের অগ্রগতিকে বাধাগ্রস্থ করছে।

শনিবার সকালে গত বছর ১২ ডিসেম্বর রাতে উল্লাপাড়ায় জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সন্ত্রাসী তান্ডবে ক্ষতিগ্রস্থদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের স্বেচ্ছাধীন তহবিল থেকে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম উপরিউক্ত কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে উপজেলা হলরুমে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমাম, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন।

উল্লেখ্য গত বছর ১২ ডিসেম্বর জামায়াত নেতা কাদের মোল্লার মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির রায় কার্যকর হবার পরই উল্লাপাড়ায় জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের তান্ডবে ক্ষতিগ্রস্থ ৫৪ জনের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে দেয়া ৩৪ লাখ এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার স্বেচ্ছাধীন তহবিল থেকে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মধ্যে ৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

(এসএস/জেএ/জুলাই ১৯, ২০১৪)