আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় রাতের আধারে পেট্রোল দিয়ে বিষ্ণু মন্দিরে আগুন দেয়া মামলায় এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের পশ্চিম গোয়াইল সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন শ্রী শ্রী বিষ্ণু মন্দিরে গত ২৯ মে রাতে পেট্রোল দিয়ে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়। ওই মামলার সন্দেহভাজন আসামী উপজেলা আমবৌলা গ্রামের মৃত আবুল হোসেন খানের ছেলে অশ্রু খান (৩৫)কে নিজ এলাকা থেকে বুধবার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জসীম গ্রেফতার করেন। গ্রেফতারকৃতকে বৃহস্পতিবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।

(টিবি/এসপি/নভেম্বর ২৯, ২০১৮)