কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : অটিজম ও নিউরো ডেভলপমেন্টাল প্রতিবন্ধিতা বিষয়ক ওরিয়েন্টেশনের ওয়ার্কশপের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা রোজী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: জাহাঙ্গীর হোসেন, শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক জিয়া, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি কেন্দুয়া শাখার সভাপতি মুখলেছুর রহমান বাঙ্গালী, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন ভূঞা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, সাধারণ সম্পাদক সাংবাদিক মহিউদ্দিন সরকার ও গণমাধ্যমের অন্যান্য কর্মী সহ বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানগণ।

উদ্বোধনী অনুষ্ঠানের ইউ.এন ও আল- ইমরান রুহুল ইসলাম বলেন, সমাজে যারা প্রতিবন্ধি তাদেরকে শিক্ষা ক্ষেত্রে সমান সুযোগ দিতে হবে।

এছাড়া তাদেরকে কোন অবস্থাতেই আলাদা ভাবে দেখা যাবে না। তারা সমাজের বোঝা নয় বরং সম্পদ। তাদেরকে অত্যন্ত যত্ন সহকারে অন্যান্য ছাত্র-ছাত্রীদের মতই পাঠদান করানোর জন্য শিক্ষক সমাজের প্রতি অনুরোধ জানান তিনি।

(এসবি/এসপি/নভেম্বর ২৯, ২০১৮)