শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর জেলা শহরের পালং উত্তর বাজারে আজ (শুক্রবার) রাত ৪টার দিকে ভায়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আবাসিক বাড়ি সহ প্রায় ১৫টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় ৪ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে মিষ্টির দোকানের দুই কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 

স্থানীয়রা জানানয়, পালং উত্তর বাজারে হারু ঘোষ মিষ্টান্ড ভান্ডারের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। মুহুর্তেই আগুন চারপাশের দোকান ও আবাসিক এলাকায় ছরিয়ে পরে। আগুনে হারু ঘোষের মিষ্টির দোকানের পাশের দোকান গোপাল ঘোষ সুইটমিট সহ আশপাশের স্বর্ণালংকার, কাশা-পিতল ও হার্ডওয়্যারের প্রায় ১৫টি দোকান সহ দুইটি আবাসিক বাড়ি পুড়ে গেছে।

এ সময় গোপাল ঘোষ সুইটমিট এর দুই কর্মচারী পলাশ বৈরাগী (২৫) বিশ্বজিৎ সরকার (২০) পুড়ে মারা গেছে। ফায়ার সার্ভিস সদস্যরা দুইটি মরদেহ উদ্ধার করেছে। জানা গেছে, নিহত বিশ্বজিৎ একজন কলেজ পড়ুয়া শিক্ষার্থী ছিল। সে খন্ডকালিন কর্মচারী হিেিস এ মাসের প্রথম দিকে মিষ্টির দোকানে যোগদান করে।

পালং বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম বেপারী বলেন, অগ্নিকান্ডে প্রায় ১৮ থেকে ২০টি দোকান পুড়েগেছে। এ ঘটনায় মিষ্টির দোকানের কর্মচারী মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কমলাপুর গ্রামের রবিন্দ্রনাথ সরকারের ছেলে পলাশ ও একই গ্রামের রূপচাঁন সরকারের ছেলে কলেজ ছাত্র বিশ্বজিৎ পুড়ে মারা যায়। অগ্নিকান্ডে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শরীয়তপুর, মাদারীপুর, ডামুড্যা ও গাসাইরহাট ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ফরিদপুর অঞ্চলের উপ-পরিচালক মমতাজ উদ্দিন আহমেদ বলেন, ভোর রাতে আগুনের সুত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত সমযের মধ্যে শরীয়তপুর ও মাদারপিুর জেলার চারটি ইউনিট এসে আধা ঘন্টা সমযের মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রন করতে আরো কয়েক ঘন্টা সময় লেগে যায়।

(কেএনআই/এসপি/নভেম্বর ৩০, ২০১৮)