সাতক্ষীরা প্রতিনিধি : বৈদ্যুতিক শট সার্কিটের ফলে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানের ১৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে নষ্ট হয়েছে। বুধবার রাত ১২টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার দলুয়া বাজারে এ ঘটনা ঘটে।

দলুয়া বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডাঃ অরুণ কুমার মণ্ডল জানান, তাদের বাজারের হার্ডওয়ার ব্যবসায়ি বিমল গাইন ও সার, বীজ ও কীটনাশক বিক্রেতা কৃষ্ণপদ গাইন বৃহষ্পতিবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। রাত ১২টার দিকে বিমল গাইনের হার্ডওয়ার দোকানে প্রথম আগুণ লাগে। পরে ওই আগুণ তার ভাই কৃষ্ণপদ গাইনের দোকানে ছড়িয়ে পড়ে। বাজারের নৈশপ্রহরী ও ব্যবসায়িরা জানতে পেরে তাদেরকে খবর দেয়ে। স্থানীয় লোকজন নিভিয়ে ফেলার আগেই আগুণে ভষ্মীভূত হয় বিমল গাইনের দোকানের ১৪ লক্ষাধিক টাকার মালামাল। আংশিক পুড়ে কৃষ্ণপদ গাইনের লক্ষাধিক টাকার মালামাল নষ্ট হয়।

খলিষখালি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক সরোয়ার হোসেন জানান, বৈদ্যুতিক শট সার্কিটের ফলে আগুণ লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

(আরকে/অ/মার্চ ০৬, ২০১৪)