আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আগৈলঝাড়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় মুক্তি যোদ্ধার উপর হামলা চালিয়েছে হাসপাতালে পাঠিয়েছে মাদক সেবীরা।

জানা গেছে, গতকাল সকালে উপজেলার রামেরবাজারের পশ্চিম পার্শ্বে ফজলুর রহমানের পরিত্যাক্ত বাড়িতে গাঁজা সেবনকালে সুজনকাঠি গ্রামের মুক্তিযোদ্ধা মকবুল ফকির তাতে বাধা দিলে অশোকসেন গ্রামের মৃত দীনবন্ধু সমদ্দাররের ছেলে দীপক সমদ্দার, হালিম সরদারের ছেলে কবির সরদার ও তাদের সহযোগীরা মারধর করে আহত করে। আহত মুক্তিযোদ্ধার ডাকচিৎকারে স্থানয়িরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করেছে। এঘটনায় মুক্তিযোদ্ধার পরিবার থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।

(টিবি/এসপি/নভেম্বর ৩০, ২০১৮)