বিনোদন ডেস্ক : মুম্বাইয়ের আন্ধেরি লিংক রোডে ২২ তলা ভবন লোটাস বিজনেস পার্কে বহুজাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে রয়েছে হৃতিক রোশন ও তার বাবা রাকেশ রোশনের কার্যালয়। ওই বহুতল ভবনের সবচেয়ে ওপরের দুটি তলা গত ১৮ জুলাই আগুন লেগে পুড়ে গেছে। এ কারণে ক্ষতিগ্রস্ত হয় তাদের অফিস।

আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান হৃতিক। এরপর তিনি কথা বলেন দমকলকর্মীদের সঙ্গে। ভবনটির চতুর্থ, পঞ্চম ও ১৭তম তলায় তার ও রাকেশ রোশনের প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্মক্র্যাফটের কার্যালয়। এ ছাড়া ১৫ ও ১৬তম তলায় প্রতিষ্ঠানটির সরঞ্জামাদি রাখা হয়।
জানা গেছে, সকাল পৌনে ১০টায় আগুন লাগার পর তা ক্রমশ ছড়িয়ে পড়ে। উদ্ধারকাজ ও আগুন নেভানোর জন্য ২২ তলা পর্যন্ত পৌঁছাতে পেরেছিলেন ৩৩ জন অগ্নিনির্বাপক কর্মী। কিন্তু বিকেল ৩টা পর্যন্ত তারা সেখানেই আটকে থাকেন।
অবশেষে সাত ঘণ্টা ধরে চেষ্টার পর বিকেল ৫টা ২০ মিনিটে দমকল বাহিনীর ১২টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় একজন অগ্নিনির্বাপক কর্মীর প্রাণহানি ঘটেছে। এ ছাড়া অন্তত ২০ জন সহকর্মী আহত হয়েছেন
(ওএস/এএস/জুলাই ১৯, ২০১৪)