স্টাফ রিপোর্টার : বগুড়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ইসির এ সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করার কথা জানিয়েছেন হিরো আলম।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের এজলাসে সাড়ে ১২ টার দিকে এই ঘোষণা দেয়া হয়।

আপিলের যুক্তিতর্কে কমিশনের এজলাস থেকে বলা হয়, এক শতাংশ ভোটারদের তালিকা হিরো আলম দিয়েছেন তা সঠিক নয়। তার দেয়া তালিকার ১০ জনের স্বাক্ষ্য তদন্ত মিথ্যা বলে প্রমাণিত হয়েছে।

মনোনয়ন বাতিল হওয়ার পর এজলাস থেকে বেরিয়ে হিরো আলম সাংবাদিকদের বলেন, মনোনয়নপত্র বাতিল হওয়ার পর আমি আপিল করেছিলাম। সেটা নামঞ্জুর করা হয়েছে। নমিনি খুজে না পাওয়ায় মনোনয়ন বাতিল করেছে ইসি। আজকে স্বতন্ত্র প্রার্থীদের সবাইকে বাদ দেওয়া হয়েছে। স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন না দেওয়ার কারণ আমি মনে করি ষড়যন্ত্র।

তিনি আরো বলেন, ‘আর এসব কিছু রাজনৈতিক চালে চলছে। আমি এখন হাইকোর্টে আপিল করব, আমি এর শেষ দেখে নেব। রাজনীতির মাঠ থেকে চলে যাওয়ার হিরো আলম আমি না। হিরোকে এতো সহজে জিরো করা যাবে না।’

(ওএস/অ/ডিসেম্বর ০৬, ২০১৮)