গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ৮ ডিসেম্বর ময়মনসিংহের গৌরীপুর হানাদার মুক্ত দিবস উদযাপিত হয়েছে। 

এ উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যৌথ উদ্যোগে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ, বিজয় র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিমের নেতৃত্বে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বিজয় র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো পদক্ষিণ করে। র‌্যালি শেষে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ বিজয়’৭১ প্রাঙ্গনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

র‌্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সানাউল হক, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি. উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল কালাম মুহাম্মদ আজাদ, আব্দুর রহিম, নাজিম উদ্দিন, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ম. নরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি, সাংবাদিক মো. রইছ উদ্দিনসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ, মুক্তিযোদ্ধার সন্তানগণ ও স্বাধীনতার স্বপক্ষের শক্তির সর্বস্তরের লোকজন। বিকালে বঙ্গবন্ধু চত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

(এসআইএম/এসপি/ডিসেম্বর ০৮, ২০১৮)