ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ‘সবকিছ্রুই বিকল্প আছে, বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই।’ শনিবার ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধাদের পুর্ণমিলনী উপলক্ষে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা দানকালে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ একথা বলেছেন। 

মুক্তিযোদ্ধা গোলাম গোলাম মোস্তফা’র সভাপতিত্বে আইডিবি ভবন প্রাংগনে অনুষ্ঠিত সমাবেশে মুক্তিযোদ্ধা শরীফ আরো বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য ১৯৭১ এর মতো আবারো মুক্তিযোদ্ধাদের সংগঠিত হতে হবে। চলমান উন্নয়নকে সামনের দিকে এগিয়ে নিতে মুক্তিযোদ্ধাসহ সকলকে একযোগে কাজ করতে হবে।

মন্ত্রী বলেন, মানবতার নেত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের অবদানকে সম্মানিত করে ভাতাসহ যেসব সুযোগ সুবিধার সৃষ্টি করে দিয়েছেন-তা নজিরবিহীন। জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ আছেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তারা তাদের কাজ চালিয়ে যাবেন। মুক্তিযোদ্ধারা আজীবন বঙ্গবন্ধুর সোনার বাংলার সৈনিক হিসেবে পাশে আছেন এবং থাকবেন।

নিবার্চন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমার পোষ্টার-লিফলেট লাগে না। আমার হাতে তৈরী রাস্তা, কালর্ভাট, ব্রিজ, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, গোরস্তান, শ্মশান দৃশ্যমান।

মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টুর সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য মনজুর রহমান বিশ্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, মোহাম্মদ রশীদুল্লাহ, আব্দুল খালেক প্রমুখ।

(এসকেকে/এসপি/ডিসেম্বর ০৮, ২০১৮)