অমল তালুকদার : এক হেভিওয়েড প্রার্থীর সাথে লড়বেন বর্তমান-প্রাক্তন ২ জনপ্রিয় সাংসদ। বেজে উঠলো নির্বাচনী ডামাঢোল। বরগুনা-২ আসনে এবার ত্রিমুখি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারনা করছেন এখানকার ভোটাররা। বিএনপি অথবা ঐক্যফ্রন্ট থেকে কে হচ্ছেন এখানে কান্ডারী? এতদিন এই-ই ছিল সর্বস্তরের ভোটারদের প্রশ্ন। বিএনপির ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট আইনজ্ঞ খন্দকার মাহবুব হোসেনকে প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে ঝুলে থাকা প্রার্থীতার অবসান ঘটলো।

আর এই হেভিওয়েড রাজনীতিবিদের সাথে মাঠে আছেন আ.লীগের তরুণ ও জনপ্রিয় সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন এবং সাবেক সংসদ সদস্য একসময়ের জনপ্রিয় নেতা বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী গোলাম সরোয়ার হিরু। নৌকা,ধানের শীষের পাশপাশি হাতপাখার প্রার্থীও এখানে ব্যপক জনসংপ্রিক্ত থাকায় বিষয়টিকে হাল্কা করে ভাবছেন না বিশ্লেষকরা।

ভোটের মাঠে খন্দকার মাহবুবকে কে দেখাবেন ট্রামকার্ড?হিরু না-কি রিমন? না-কি মিঃ খন্দকার হোসেন-ই দুই সাংসদকে দেখাবেন ট্রামকার্ড! সেটি-ই দেখবার অপেক্ষায় ডেঁলাইন ৩০ ডিসেম্বর!

(এটি/এসপি/ডিসেম্বর ০৯, ২০১৮)