আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে নারী মুক্তি ও সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য চার জয়িতা নারীকে সংর্বধনা প্রদান করেছে উপজেলা প্রশাসন।

‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে রবিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রানী সেনের সভাপতিত্বে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িত দের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস।

অর্থনৈতিক মুক্তির ক্ষেত্রে শিখা রানী হালদার, শিক্ষা চাকুরীরর ক্ষেত্রে সফলতার জন্য সুগন্ধা সরকার, সফল জননী হিসেবে কিসওয়ার জাহান ও সমাজ উন্নয়নে জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বক্তিয়ারকে সংবর্ধনা প্রদান শেষে ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে।

জয়ীতাদের সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়াম্যান জসীম সরদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তপন কুমার মজুমদার, সমবায় কর্মকর্তা কামরুজ্জামান প্রমুখ। এবছর নির্যাতনের বিভিষিকা মুছে নব উদ্যমে জীবন সংগ্রাম শুরু করার ক্ষেত্রে কাউকেই নির্বাচিত করতে পারেনি প্রশাসন।

(টিবি/এসপি/ডিসেম্বর ০৯, ২০১৮)