গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়া তাল্লু স্পিনিং মিলের পানি নিস্কাশনের জন্য পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করে জলাবদ্ধতা নিরসন ও মিলের ত্রুটিযুক্ত তুলা ডাস্ট প্রক্রিয়াকরণ মেরামতের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবার স্মারকলিপি দেয়া হয়েছে। 

রবিবার দুপুরে স্থানীয় সংগঠন ‘গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদ’র উদ্যোগে এই স্মারকলিপি প্রদান করা হয়।
উপজেলা নিবার্হী অফিসার ফারহানা করিম স্মারকলিপি প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।

তাল্লু স্পিনিং মিলের ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নেয়া হয়েছে। তুলা ডাস্ট সমস্যা সমাধানে উঁচু দেয়াল নির্মাণের কাজ চলছে।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সিপিবির সভাপতি হারুন আল বারী, মানবাধিকার কমিশন গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক মোঃ রইছ উদ্দিন, উপজেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মমতাজ বেগম, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বোরহান, উপজেলা স্বজন সমাবেশের যুগ্ম সম্পাদক মিলন খান, আমিনুল ইসলাম, আব্দুস ছালাম, রহিমা খাতুন, ফজলুল হক, আবু তাহের প্রমুখ।

(এসআইএম/এসপি/ডিসেম্বর ০৯, ২০১৮)