মাদারীপুর প্রতিনিধি : আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদ্যাপন উপলক্ষে রবিবার মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে ‘টেকসই উন্নয়ন, গণতন্ত্র, শান্তি ও সুশাসন: দুর্নীতির বিরুদ্ধে একসাথে” এই শ্লোগান নিয়ে সচেতন নাগরিক কমিটি (সনাক) এবং দুদক এর সহযোগিতায় মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মাদারীপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের আগে জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলন এর মাধ্যমে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের দিনব্যাপী কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো.ওয়াহিদুল ইসলাম।

মানববন্ধন শেষে এম.এম.হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো.ওয়াহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজহারুল ইসলাম।

অন্যদের মধ্যে বক্তব্যে রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) মাদারীপুর জেলার সভাপতি মো. মোস্তফা হাওলাদার ও সাধারণ সম্পাদক শাহজাহান খান, সাহানা নাসরীন রুবি প্রমুখ।

(এএসএ/এসপি/ডিসেম্বর ০৯, ২০১৮)