কুষ্টিয়া প্রতিনিধি : বর্ণাঢ্য শোভাযাত্রা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ,  আলোচনা সভাসহ নানা অয়োজনে কুষ্টিয়ার কুমারখালী পাক হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। 

আজ রবিবার (০৯ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান সরকারি কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে বঙ্গবন্ধু’র ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে কুমারখালী পৌরসভা, মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতি, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ সহ বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করা হয়।

শেষে বীর মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, কবি- সাহিত্যিক ও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবন্দদের নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

১৯৭১ সালের আজকের এই দিনে দিনে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা পাক হানাদার মুক্ত হয়। সেই থেকে ৯ ডিসেম্বর কুমারখালী হানাদার মুক্ত দিবস পালন করা হয়।

(কেকে/এসপি/ডিসেম্বর ০৯, ২০১৮)