আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আগৈলঝাড়া-গৌরনদী উপজেলা নিয়ে গঠিত বরিশাল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপনের মনোয়নের বিরুদ্ধে প্রতিবাদ সভা করে কেন্দ্রীয় বিএনপি’র কাছে তাঁর মনোনয়ন পরির্তন করে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানকে দেয়ার দাবি জানিয়েছেন আগৈলঝাড়া উপজেলা বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মনোনয়ন পরিবর্তন চেয়ে নেতৃবৃন্দ দলের মহাসচিবের কাছে চিঠি দিয়েছেন তারা। 

উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. মাহাবুবুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, রবিবার বিকেলে আগৈলঝাড়া উপজেলা বিএনপি সভাপতি আব্দুল লতিফ মোল্লার বাস ভবনে তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বিএনপির সংস্কারপন্থী নেতা, সাবেক এমপি জহির উদ্দিন স্বপনের মনোনয়নের প্রতিবাদ জানিয়ে বলেন, সংস্কারপন্থী নেতা সাবেক এমপি জহির উদ্দিন স্বপন দীর্ঘ এক যুগ যাবত এলাকায় বিএনপির রাজনীতি থেকে বিচ্ছিন্ন রয়েছে। তাকে বিএনপি দলীয় মনোনয়ন দেয়ায় সংগঠনের নেতা কর্মীদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।

ওই সভায় নেতারা আরও বলেন, জন বিচ্ছিন্ন কারণে গৌরনদী বা আগৈলঝাড়া দুই উপজেলার কোথাও স্বপন তাঁর মনোনয়নপত্র দাখিল করতে না পেরে বরিশালে দাখিল করেন। ওয়ান এলেভেনের সময় স্বপন জিয়া পরিবার সম্পর্কে মিডিয়ায় কুৎসা রটিয়ে দল থেকে বহিস্কার হয়। সেই থেকেই দলীয় নেতা কর্মীদের কাছে স্বপন দলীয় হারায়, ফলে তিনি এলাকায়ও আসতে পারছেন না।

অন্যদিকে দুর্দিনের কান্ডারী হিসেবে দলীয় নেতা কর্মীদের সাথে থেকে দলীয় কর্মসূচি বাস্তবায়ন করা ও একািধক মামলায় হয়রানীর শিকার হওয়া ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানকে দলীয় মনোনয়ন দেয়ারও জোর দাবি জানিয়ে বিএনপি মহাসচিবের কাছে বরিশাল -১ আসনে দলীয় মনোনয়ন পরিবর্তনের জন্য চিঠিও দিয়েছেন নেতৃবৃন্দ। দলীয় মনোনয়ন পরিবর্তন না হলে দলের কোন নেতা কর্মী বিএনপির প্রার্থী হিসেবে স্বপনের পক্ষে আসন্ন নির্বাচনে কোন কার্যক্রম পরিচালনা করবেন না বলেও হুশিয়ারি দেন।

সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি কবির হোসেন তালুকদার, সাংগঠনিক সম্পাদক মো. মাহাবুবুল ইসলাম, প্রচার সম্পাদক মো. খলিল মোল্লা, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল মান্নান আকন, মো. আনোয়ার শাহ, এসএম ফারুক হোসেন, আব্দুল খালেক পাইক, মোনায়েম বক্তিয়ার, নবীন সরকার, আবু হানিফ বক্তিয়ার, ফিরোজুর রহমান লালু, যুব দলের সাধারণ সম্পাদক রসেদুল ইসলাম টিটন, সাংগঠনিক সম্পাদক শিপন হাওলাদার, যুবদল নেতা শোভন রহমান মনির, তোফাজ্জেল হোসেন মোল্লা, ছাত্রদল নেতা মিজানুর রহমান, আব্দুর রাজ্জাক ফকিরসহ প্রমুখ নেতৃবৃন্দ।

(টিবি/এসপি/ডিসেম্বর ০৯, ২০১৮)