রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায় ইভিএম সচেতনতার লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে জেলা রির্টারনিং কর্মকর্তা । ৪ দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে। 

সাতক্ষীরা-২ আসনের বিভিন্ন এলাকায় ইভিএম ব্যবহারের সঠিক নিয়ম ভোটারদের জানানোর জন্য এ কর্মসুচি গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে সাতক্ষীরা শহর উপকণ্ঠ কদমতলা বাজারে ইভিএমে ভোটগ্রহণে ভোটারদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সকালে আগরদাড়ি ইউনিয়নের নারী ও পুরুষ ভোটাররা প্রশিক্ষণ গ্রহণ করেন।

জেলা নির্বাচন অফিসার নাজমুল হাসান বলেন, ঢাকার নির্বাচন কমিশন থেকে প্রশিক্ষক পাঠানো হয়েছে। তারা প্রত্যেকটি গ্রামে ভোটারদের মাঝে ইভিএম ব্যবহারে সচেতনা সৃষ্টির জন্য প্রশিক্ষণ দেবেন।

(আরকে/এসপি/ডিসেম্বর ০৯, ২০১৮)