লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাাঁড়ালেন নড়াইল জেলা ওয়ার্কার্স পার্র্টির সভাপতি ও নড়াইল-২ আসনের বর্তমান সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান।

রবিবার দুপুরে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে তাঁর পক্ষে নড়াইল জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য ও কাউন্সিলর গিয়াস উদ্দিন ভূঁইয়া জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আনজুমান আরার কাছ থেকে মনোনয়ন পত্র প্রত্যহার করে নেন।

বর্তমান সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান জানান, দলীয় নির্দেশে মনোনয়ন পত্র দাখিল করেছিলাম, আবার দলীয় নির্দেশেই মনোনয়ন পত্র প্রত্যাহার করা হয়েছে। ২০১৪ সালের ৫ জানুয়ারী অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টি থেকে মনোনয়ন পেয়ে নৌকা প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছিলেন নড়াইল জেলা ওয়ার্কার্স পার্র্টির সভাপতি ও নড়াইল-২আসনের বর্তমান সংসদ সদস্য শেখখ হাফিজুর রহমান।

এবার তিনি ১৪ দলীয় জোটের মনোনয়ন না পাওয়ায় দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছিলেন, জোটের মনোনয়ন না পাওয়ায় দলের সিদ্ধান্ত অনুযায়ী দাখিলকৃত মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন।

(আরএম/এসপি/ডিসেম্বর ০৯, ২০১৮)