মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের পূর্ব নির্ধারিত সিডিউল অনুযায়ী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া শুরু হয়েছে।

মৌলভীবাজার-৩ আসনে প্রধান দু'দল আওয়ামীলীগ ও বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের মনোনিত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

সোমবার (১০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে প্রথমে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের দলীয় প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমেদ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে দলীয় প্রতীক হিসেবে নৌকা বরাদ্দ পেয়ে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে গ্রহন করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব ফজলুর রহমানসহ অন্যান্য নেতারা।

এর পর সকাল সাড়ে ১০টার দিকে মৌলভীবাজার-৩ আসনে বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান দলীয় নেতাদের সাথে নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে নির্বাচনী প্রতীক হিসেবে ধানের শীষ প্রতীক বরাদ্দ পান।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, জেলা বিএনপি'র সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান, বিএনপি নেতা আশিক মোশাররফ, বকসী মিছবাহুর রহমান, আলহাজ্ব আয়াছ আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মাতুক, মনোয়ার আহমদ রহমানসহ অন্যান্য নেতারা।

(কেকে/এসপি/ডিসেম্বর ১০, ২০১৮)