মাগুরা প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরার দুটি আসনের ১০ জন প্রার্থীর মধ্যে সোমবার দলীয় প্রতীক বরাদ্দ করা হয়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ আলী আকবর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রতীক বরাদ্দ দেয়া হয়।

প্রতীক প্রাপ্ত প্রাথীরা হলো মাগুরা-১ আসনের আওয়ামীলীগ দলীয় প্রার্থী এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর ‘নৌকা’, বিএনপি দলীয় প্রার্থী মনোয়ার হোসেন খান ‘ধানের শীষ’, জাতীয় পার্টির এ্যাডভোকেট হাসান সিরাজ সুজা ‘লাঙ্গল’ প্রতীক, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ(রব)’র এম এ আউয়াল ‘তারা’ প্রতীক, এনপিপি প্রার্থী কাজী তৌহিদুল আলম ‘আম’, বিএনফ’র কে এম মুতাসিম বিল্লাহ ‘টেলিভিশন’, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মাওলানা মোঃ নাজিরুল ইসলাম‘ হাতপাখা’ প্রতীক গ্রহণ করেন।

অপরদিকে, মাগুরা-২ আসন থেকে আওয়ামীলীগ দলীয় প্রার্থী ড. বীরেন শিকদার ‘নৌকা’ প্রতীক গ্রহণ করেন, বিএনপির দলীয় প্রার্থী এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর পক্ষে ‘ধানের শীষ’ প্রতীক গ্রহণ করেন এ্যাডভোকেট রোকনুজ্জামান খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দলীয় প্রার্থী মুফতি মোস্তফা কামাল ‘হাতপাখা’ প্রতীক গ্রহণ করেন।

(ডিসি/এসপি/ডিসেম্বর ১০, ২০১৮)