ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদী ও আটঘোড়িয়ার মুক্তিযোদ্ধারা ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের নৌকা বিজয়ী করতে একাত্মতা ঘোষণা করেছেন।

সোমবার দুপুরে আটঘোড়িয়ায় মুক্তিযোদ্ধা কম্পপ্লেক্সে অনুষ্ঠিত পুর্নমিলনী উপলক্ষে আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে এই ঘোষণা দেয়া হয়।

এসময় উপস্থিত মুক্তিযোদ্ধারা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশ ধ্বংসকারী বিএনপি-জামায়াতের অপতৎপরতা প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করে নৌকাকে বিজয়ী করতে সকলে হাত তুলে একাত্মতা ঘোষণা করেন।

সাবেক কমান্ডার জহুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, মানবতার নেত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের অবদানকে সম্মানিত করে ভাতাসহ যেসব সুযোগ সুবিধার সৃষ্টি করে দিয়েছেন-তা নজিরবিহীন। নৌকার বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ মুক্তিযোদ্ধাদের প্রতি এসময় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে মুক্তিযুদ্ধের মতো আবারো ঝাপিয়ে পড়তে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আটঘোড়িয়ার মেয়র শহিদুল ইসলাম রতন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল গফুর। বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সুলতান মাহমুদ,আব্দুস সাত্তার, মোতালেব হোসেন প্রমুখ।

যুদ্ধকালীন কমান্ডার আনোয়ার হোসেন বলেন, আমরা গর্বিত এই আসনে আমাদের রণাাঙ্গণের নেতা ও সাথী বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফকে ৫ম বারেও মনোনয়ন দিয়ে নৌকা প্রতীক হাতে তুলে দেয়া হযেছে। শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের যে সম্মান দিয়েছেন সেজন্য তার কাছে আমরা ঋণী। সেই ঋণ আমরা দলমত নির্বিশেষে আগামী নির্বাচনের মাধ্যমে শোধ করতে চাই। স্বাধীনতার শত্রুরা যাতে এদেশে আর ক্ষমতায় আসতে না পারে তার জন্য মুক্তিযোদ্ধারা সার্বক্ষণিক মাঠে থাকবে।

এরআগে গত ৮ই অক্টোবর ঈশ্বরদীতে গোলাম মোস্তফা চান্নার সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের সমাবেশেও নৌকার পক্ষে একাত্বতা প্রকাশ করা হয।

এসময় সাবেক উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্দা নুরুজ্জামান বিশ্বাস বলেন, বিজয়ের মাসে অনুষ্ঠিত এই নির্বাচনে একাত্তরের প্রেতাত্মাদের আবারো পরাজিত করতে আমরা ঐক্যবদ্ধ।

(এসকেকে/এসপি/ডিসেম্বর ১০, ২০১৮)