মাদারীপুুর প্রতিনিধি : সোমবার বেলা ১২টার দিকে জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয়ে মাদারীপুরের তিনটি আসনে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেয়া হয়। তবে একজন প্রার্থীর দলীয় মনোনীত সংক্রান্ত ঝামেলা হওয়ায় প্রতীক বরাদ্দ স্থগিত রাখা হয়। 

জেলা রিটানির্ং কর্মকর্তা মো. ওয়াহিদুল ইসলাম জানান, মাদারীপুরের তিনটি আসনে ১৭ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। কিন্তু ৭ জন প্রার্থীর মনোনয়নে ভুল তথ্য থাকায় বাতিল করা হয়। পরে এদের মধ্যে ৫ জন আপীল করে প্রার্থিতা ফিরে পায়।

এদের মধ্যে ২ জন বিএনপির বিকল্প প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে। অন্যদিকে মাদারীপুর ১ আসনে জাতীয় পার্টির প্রার্থী জহিরুল ইসলাম মিন্টুর দলীয় মনোনীত হওয়ার বিষয়টি দলীয় কেন্দ্রীয় অফিস থেকে নাম না দেয়ায় তাকে প্রতীক বরাদ্দ দেয়া হয়নি। সেই সাথে তার মনোনয়ন স্থগিত রাখা হয়। ফলে বাকি ১২ জনের প্রতীক বরাদ্দ করা হয়।

এসময় জেলা পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, জেলা নির্বাচন অফিসার মো. মনিরুজ্জামানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামি আন্দোলন বাংলাদেশসহ স্বতন্ত্র প্রার্থীরা উপস্থিত ছিলেন। পরে সব প্রার্থীদের নির্বাচনী আচারণবিধি মেনে চলার আহবান জানান জেলা রিটার্নিং কর্মকর্তা।

(এস/এসপি/ডিসেম্বর ১০, ২০১৮)