মাদারীপুর প্রতিনিধি : মানব সম্পদ উন্নয়ন ও প্রশিক্ষণের মাধ্যমে নেতেৃত্বের উন্নয়ন, দক্ষ উদ্যোক্তা সৃষ্টি এবং মানব সম্পদের পরিপূর্ণ বিকাশ এবং নিপীড়িত ও সুবিধাবঞ্চিত পরিবারের নারীকে কেন্দ্র করে পারিবারিক আয় ও কর্মসংস্থান সৃষ্টি দ্বারা দারিদ্র দুরীকরণ এর লক্ষ নিয়ে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর পল্লী বিদ্যুৎ রেস্ট হাউজের পূর্ব পাশে সোমবার দুপুরে উদ্দীপনের ৩২১তম শাখার উদ্ধোধন হয়েছে। এসময় প্রথমদিন ৫জন গ্রাহককে ৫০হাজার টাকা করে প্রথমে ঋন দেয়া হয়েছে।

বরিশালে (আর এম) কাজী মো. মিজানুর রহমান এর সভাপতিত্বে উদ্দীপন শাখার উদ্ধোধনে প্রধান অতিথি ছিলেন, নির্বাহী পরিচালক ও সিইও ড.খাজা শামসুল হুদা, অভ্যান্তর নিরিক্ষা বিভাগ প্রধান, মো. মারুফুর রহমান, কুমিল্লা জোন সহকারী পরিচালক-২ ও জোনাল ব্যবস্থাপক মো. জাহিদুল ইসলাম, পিরোজপুর জোনের জোনাল ব্যবস্থাপক মো. কবির হোসেন, কুষ্টিায়ার (আর এম) মো. জহিরুল ইসলাম, কুষ্টিায়ার (আর এম ই এম) মো. শহিদুল ইসলাম, বরিশালের (আর ই এম) মো. কাউয়ুম হোসেন, মস্তফাপুর শাখা ব্যবস্থাপক মো. আব্দুল্লাহসহ এলাকার গণ্যমান্যব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

(এস/এসপি/ডিসেম্বর ১০, ২০১৮)