গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : মহান মুক্তিযুদ্ধ ও সকল আন্দোলন সংগ্রামে শহীদদের প্রতি প্রতি শ্রদ্ধা জানিয়ে বিজয় একাত্তরে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বামগণতান্ত্রিক জোটের প্রার্থী কমরেড হারুন আল বারী। 

মঙ্গলবার দুপুরে তিনি দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে পৌর শহরের বঙ্গবন্ধু চত্বর সংলগ্ন বিজয় একাত্তরের বেদিতে পুষ্পমাল্য দিয়ে মহান মুক্তিযুদ্ধ ও সকল আন্দোলন-সংগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিজয় একাত্তর চত্বরে কাস্তে প্রতীকে ভোট প্রার্থনা করে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্যে বামগণতান্ত্রিক জোটের প্রার্থী কমরেড হারুন আল বারী বলেন, মহান মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়ন এবং জাতীয় স্বার্থ রক্ষায় বিকল্প বাম জোট গড়ে তোলার প্রত্যয়ে আমরা ভোটের লড়াইয়ে নেমেছি। মানুষের গণতান্ত্রিক অধিকারের ধারাবাহিকতা বজায় রাখার প্রতিনিধিত্ব করতে আমরা কাস্তে প্রতীকে ভোট করছি। আশা করছি মানুষ আমাদের ভোট দেবেন।

সমাবেশে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপিবি তারাকান্দা শাখার সভাপতি আবুল হাসিম, সিপিবি ফুলপুর শাখার সভাপতি মোঃ মাইন উদ্দিন, বাসদ গৌরীপুর শাখার আহ্বায়ক আমিনুল ইসলাম, সিপিবি গৌরীপুর পৌর শাখার সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, সিপিবি শ্যামগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোঃ শহীদুল্লাহ, বাসদ শ্রমিক ফ্রন্ট নেতা আলতাফ হোসেন, রহিমা খাতুন প্রমুখ।

(এসআইএম/এসপি/ডিসেম্বর ১১, ২০১৮)