আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ থেকে নরখাদক সন্দেহে মোহাম্মদ ফরমান ও মোহাম্মদ আরিফ নামে দুই ভাইকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

বাক্কার জেলার কাহাওয়ার কালান গ্রামে তাদের বাড়ি থেকে দুই শিশুর মাথা উদ্ধারের পর সোমবার মোহাম্মদ আরিফকে গ্রেফতার করে পুলিশ। তখন ফরমান পালিয়ে যাওয়ায় তাকে ধরতে ব্যর্থ হয়েছিল পুলিশ। পরে মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়।

প্রতিবেশীরা তাদের বাড়ি থেকে উৎকট গন্ধ পাওয়ার অভিযোগ করলে তল্লাসি চালিয়ে দুই শিশুর মাথা দেখতে পায় পুলিশ।

মানুষের মৃতদেহ খাওয়ার অপরাধের ২০১১ সালে আরিফ ও ফরমানকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। দুই বছর কারাবাসের পর গত মে মাসে তারা কারাগার থেকে ছাড়া পায়।

এদিকে পাকিস্তানে মানুষের মৃতদেহ খাওয়ার অপরাধে কোনো আইন না থাকায় আরিফের বিরুদ্ধে মৃতদেহকে অসম্মান ও জননিরাপত্তা লঙ্ঘণের অভিযোগ আনা হয়েছে। ২০১১ সালেও তাদের বিরুদ্ধে একই অভিযোগ আনা হয়েছিল।

এবার গ্রেপ্তারের পর কবর থেকে ভাই ফরমানের চুরি করা শিশুর মৃতদেহ খাওয়ার বিষয়টি স্বীকার করেছে আরিফ।

এই ভয়ঙ্কর ঘটনা জানার পর সন্ত্রস্ত গ্রামবাসীদের অনেকে আত্মীয়স্বজনদের মৃতদেহ ঠিকঠাক আছে কি না তা পরীক্ষা করে দেখেছেন।

এদিকে নরমাংস খাওয়াকে নিরুৎসাহিত করতে পাকিস্তান সরকারকে কঠোর আইন প্রণয়নের আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন দারিয়া খানের পাকিস্তান মুসলিম লীগের সংসদ সদস্য নাজিবুল্লাহ খান। সূত্র: দ্য ডন

(ওএস/এইচআর/এপ্রিল ১৫, ২০১৪)