বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট-২ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ তন্ময় বলেছেন, জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্যজীবীদের কল্যাণে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে আজ মৎস্য সম্পদের যথাযথ আহরণ ও জনগণের আমিষের চাহিদা নিশ্চিত করতে সক্ষম হয়েছে।

বুধবার দুপুরে বাগেরহাট পৌরসভা অডিটরিয়ামে জেলা মৎস্যজীবী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, উপকূলীয় জেলা বাগেরহাটে অনেক মৎস্যজীবী রয়েছেন। তারা ঝুঁকি নিয়ে সাগরে মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করেন। আগামী নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হলে এসব মৎস্যজীবীদের জীবনযাত্রার পরিবর্তন ঘটবে।

জেলা মৎস্যজীবী লীগের সভাপতি শেখ আঃ সবুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় নেতা প্রফেসর ড. মমতাজ খানম, জেলা আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক পৌর মেয়র খান হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা ফরিদা আক্তার বানু লুচি, শেখ ফিরোজুল ইসলাম, মৎস্যজীবী নেতা মাওঃ ওয়াহিদুজ্জামান, বিপ্লব কুমার দাস, মোঃ নজরুল ইসলাম, মোঃ জাকির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ৫ শতাধিক মৎস্যজীবী ও তাদের পরিবার অংশ নেয়।

এর আগে শেখ তন্ময় শিক্ষক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। বাগেরহাট জেলা শিক্ষক সমিতির সভাপতি মুকুন্দ কুমার বিশ্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় শিক্ষক নেতৃবৃন্দ বক্তৃতা করেন। এই সতবিনিময় সভায় বিভিন্ন বিদ্যালয়ের সহাস্্রাধিক শিক্ষক অংশ নেয়।

(এসএকে/এসপি/ডিসেম্বর ১২, ২০১৮)