রংপুর প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জে বন বিভাগের প্রায় ১৮ হাজার আকাশমনি ও ইউক্লিপটাস গাছ বিট কর্মকর্তাকে ম্যানেজ করে বৃহস্পতিবার রাতে কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

পীরগঞ্জ থানার ওসি জানান, উপজেলার কাদিরাবাদ বনবিটের মদনখালি এলাকায় ১৬ একর জমির প্রায় ১৮ হাজার গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বনিবিট সূত্র জানায়, গত বছর ২০ একর জমিতে ২৫ হাজার গাছের চারা লাগানো হয়। এরমধ্যে দুর্বৃত্তরা প্রায় ১৮ হাজার চারা কেটে নিয়ে গেছে।

স্থানীয়দের অভিযোগ, বনবিট কর্মকর্তা আব্দুল হাই মোটা অংকের টাকার বিনিময়ে স্থানীয় প্রভাবশালীদের গাছগুলো কেটে নিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। এখন প্রভাবশালীরা বনের সেই জায়গায় আবাদি জমি তৈরি করেছে।

তবে অভিযোগ অস্বীকার করে বিট কর্মকর্তা আব্দুল হাই বলেছেন, এ ঘটনায় থানায় ৫০/৬০ জন অজ্ঞাতনামা ব্যাক্তিকে আসামি করে মামলা করেছি। কেউ ওই জমি দখল করতে পারবে না।

(ওএস/এস/জুলাই ২০, ২০১৪)