ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : নিখোঁজের ২ দিন পর বুধবার বিকেলে ঈশ্বরদীর  মুলাডুলির বাণিজ্যিক ইক্ষু খামার সংলগ্ন পুরাতন ইটভাটার একটি খাল হতে আসাদুল ইসলাম এরশাদ (৩৪) নামে স্বেচ্ছাসেবকলীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। সে মুলাডুলির ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। এরশাদ মুলাডুলির ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও রামনাথপুর গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান মোক্কাস প্রামানিকের ছেলে। 

এরশাদের চাচাতো ভাই আমিরুল ইসলাম জানান, এরশাদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানে চাকুরি করতেন। গত সোমবার রাত ৮টার দিকে চাকুরি শেষে নিজ বাড়িতে ফিরেন। খাওয়া দাওয়া শেষে বাড়ি হতে প্রায় আধা কিলোমিটার দূরে একটি দোকানে কয়েল আনতে যান। সেখানে থেকে রাত সাড়ে ৯টার দিকে কয়েল নিয়ে একটি ভ্যান চালকের মাধ্যমে কয়েল বাড়িতে পাঠিয়ে দিয়ে বলেন, আমি শেখপাড়া যাচ্ছি। এরপর হতে তাঁকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। নিখোঁজের ঘটনায় এরশাদের ভাই মহিরুল ইসলাম ঈশ্বরদী থানায় গত ১১ ডিসেম্বর একটি সাধারণ ডায়েরি করেছেন। বুধবার দুপুরে তাঁর লাশ পাওয়া যায়।

স্থানীয়রা জানান, এরশাদের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। একটি চোখ ও কান কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ধারনা করা হচ্ছে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন মিঠু জানান, এরশাদ নিখোঁজের ঘটনাটি শুনেছিলাম। তারা পারিবারিকভাবে আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত। কি কারণে কে বা কারা তাঁকে হত্যা করেছে এব্যাপারে এখনো কিছু জানা যায়নি।

ঈশ্বরদী থানার এস আই আশরাফুল ইসলাম বলেন, মুলাডুলি ইক্ষু খামার সংলগ্ন এলাকা থেকে তার লাশ উদ্ধারের ঘটনা নিশ্চিত করে বলেন, বিস্তারিত পড়ে জানানো যাবে। ঈশ্বরদী পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব এই হত্যাকান্ডের ঘটনার তীব্র নিন্দা এবং অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন।

(এসকেকে/এসপি/ডিসেম্বর ১২, ২০১৮)