সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম ইসলামিক ফাউন্ডেশ ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্য বিয়ে, যৌতুক, নারী নির্যাতন প্রতিরোধে শিক্ষক ও কেয়ারটেকারগনের উপস্থিতিতে মাসিক সমন্বয় ও আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। 

এ সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন নেত্রকোনা জেলার সহকারি পরিচালক শফিকুর রহমান সর্দার।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌকার প্রার্থী অসীম কুমার উকিল, উপ- পরিচালক ড. ইবনে হাসান , সহকারী পরিচালক শাহদত উল্লাহ প্রমুখ।

ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক সমাজ বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাত তুলে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের অনেক উন্নয়ন করেছেন, আমরাও তাঁর সেই অবদান ভোটের মাধ্যমে দিতে চাই। প্রার্থী যেই হোক আমরা নৌকা মার্কা দেখেই ভোট দেব।

এরপর শিক্ষকদের মাসিক সমন্বয়সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম বলেন, ইসলাম ধর্মের শিক্ষা হচ্ছে অন্যায়ের বিরোদ্ধে রুখে দাঁড়ানো। ইসলাম ধর্মের মানুষ জঙ্গিবাদ কার্যক্রমের সঙ্গে জড়িত না। এর পরও ইসলাম ধর্মের লোকদেরকে দায়ি করে কথা বলা হয়েথাকে। তিনি ধর্মীয় চেতনার পাশাপাশি বিজ্ঞান মনষ্ক চিন্তা চেতনায় এগিয়ে আসার আহ্বান জানান।

(এসবি/এসপি/ডিসেম্বর ১৩, ২০১৮)