ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীর পাকশীতে হার্ডিঞ্জ ব্রিজের গার্ডারের সাথে ধাক্কা খেয়ে নীচে পড়ে ৬ জন ট্রেন যাত্রী নিহত হয়েছেন। আহত অবস্থায় আরো ১ জনকে উদ্ধার করা হয়েছে। ঢাকা হতে খুলনাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনের ছাদে চড়ে বসা এই যাত্রীরা ব্রিজের গার্ডারের সাথে ধাক্কা খেয়ে নীচে পদ্মার চড়ে পড়ে মারা যায়।

শুক্রবার (১৪ ডিসেম্বর) ভোর ৫টার দিকে বিলম্বে চলাচলরত ঢাকা-খুলনা রেল রুটের পাকশী রেলওয়ে স্টেশনে পাড় হয়ে হার্ডিঞ্জ ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম শহিদ এ তথ্য নিশ্চিত করে জানান, পাকাশী প্রান্তের চড়ে ২জন এবং ভেড়ামারা প্রান্তে ৪ জনের লাশ পড়ে ছিল। পাকশী প্রান্তে আহত ১ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠানো হযেছে বলে তিনি জানিয়েছেন।

পাকশী প্রান্তে উদ্ধারকৃত একজন হাকিম (১৭), পিতা হাফিজার রহমান বাড়ি বগুড়া শৈলগাড়ি এবং অপরজন
রবিউল (২০) পিতা জালাল উদ্দিন বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বলে জানা গেছে।

ঈশ্বরদী জংশনের ষ্টেশন সুপার জানান, রবিবার বিজয় দিবসের ছুটি থাকায় বৃহস্পতিবার অনেকেই ঢাকা হতে বাড়ি ফিরছিল। প্রচন্ড ভীড়ের কারণে ট্রেনের ভেতরে স্থান সংকুলান না হওয়ায় অনেকেই ছাদে চড়ে বসেছিল।

(এসকেকে/এসপি/ডিসেম্বর ১৪, ২০১৮)