ঠাকুরগাঁও প্রতিনিধি : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের গাড়ি বহরে হামলার ঘটনায় আ.লীগের পক্ষ থেকে মামলা করা হয়েছে। যা অত্যন্ত ন্যক্কারজনক। এই ঘটনার প্রতিবাদ জানান তিনি।

তিনি বলেন, হামলা করেছে আমাদের গাড়িতে, উল্টো মামলা করলো আ.লীগ। আমরা ডিসিকে বলেছি, এসপিকে বলেছি, সিইসি সাহেব বিব্রতবোধ করেছেন।আমি আমাদের নেতাদের মামলা করতে নিষেধ করেছি।আমরা নির্বাচনের আগে এসব করতে চাই না। ছোট খাটো ঘটনা ঘটতে পারে, মামলা করলে কাউন্টার মামলা হবে। সমস্যা তৈরী হবে যা নির্বাচনের পরিবেশ নষ্ট করবে। আমরা চাই সুষ্ঠভাবে নির্বাচন অনুষ্ঠিত হোক।

তিনি আরও বলেন, আমরা আশা করি রিটার্নিং অফিসার,সহকারী রিটার্নিং অফিসার, পুলিশ প্রশাসন নিরপেক্ষ থাকার বিষয়ে নিশ্চিত করবেন। তাদের এইটুকু বোঝা উচিত ক্ষমতা চিরস্থায়ী নয়। বিশ্বের অনেকেই দীর্ঘসময় ক্ষমতায় ছিল কিন্তু আজ তাদের নাম নিশানাও নেই। এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সত্যিকারের গণতন্ত্র চর্চা করতে হবে। আমরা এখনো বলছি সুষ্টুভাবে নির্বাচন করার ব্যাপারে প্রশাসন ব্যবস্থা নেবেনে। তারা যেন নিরপেক্ষ থেকে নির্বাচন সম্পন্ন করেন।

তিনি বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ঠাকুরগাঁও প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এর প্রতিবাদ জানান।

উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাটে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে বেগুনবাড়ি ইউনিয়ন আ’লীগের ইউপি সদস্য আব্দুস ছালাম সদর থানায় বাদি হয়ে ৫৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫০-৬০ জনকে আসামী করে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

(এফআইআর/এসপি/ডিসেম্বর ১৪, ২০১৮)