সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের পৃথক তিনটি সড়ক দুর্ঘটনা ঘটেছে।এসব দুর্ঘটনায় ১ ব্যক্তি নিহত ওঅন্তত ২০ জন আহত হয়েছেন।  

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত ১টা থেকে শুক্রবার (১৪ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত সিরাজগঞ্জের সয়দাবাদ, মুলিবাড়ী ওঝাঐল ওভারব্রীজ এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।তাৎক্ষণিক হতাহতদের নাম পরিচয় জানা যায় নি।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারিপরিচালক (ডিএডি) মো. আব্দুল হামিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার ভোর ৬টার দিকে উত্তরঙ্গ থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস সয়দাবাদ এলাকায় পৌছলে বিপরীতদিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয় ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত অন্তত ১২ বাসযাত্রীকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গ মাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে রাত পৌণে দুটোর দিকে একই মহাসড়কের ১ কিলোমিটার দূরে মুলিবাড়ী এলাকায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত অবস্থায় বাসটির ৪ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়াও রাত ১টার দিকে ওই মহাসড়কেই কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রীজে বাস নিয়ন্ত্রন হারিয়ে চার যাত্রী আহত হন। আহতদের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গ মাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

(এমএসএম/এসপি/ডিসেম্বর ১৪, ২০১৮)