বিজয় হলো

বিজয় হলো----
মাতৃ ভ’মি রক্ষা করা, একটা স্লোগান
বিজয় হলো----
বাঙ্গালীদের রক্তে গড়া, একটা অবদান।
বিজয় হলো----
সকাল বেলার লাল সূর্য, শিশুর মুখের হাসি
বিজয় হলো----
মাঠে চরা রাখাল ছেলের, মধুর সুরের বাঁশি।
বিজয় হলো----
স্বাধীন ভাবে জীবন যাপন, অবাধ চলা ফেরা
বিজয় হলো-----
সবুজ শ্যামল দেশটা আমার, শান্তিতে ঘুম যাওয়া
বিজয় হলো----
মাতৃভ’মি স্বাধীন হওয়া, ্একটা প্রতীক পাওয়া।


প্রিয় স্বাধীনতা

গল্প বলি একাত্তরের
সেযে অনেক কথা,
রক্ত দিয়ে কিনে নিলাম
প্রিয় স্বাধীনতা !

পাক বাহিনী আগুন জ্বালায়
পুড়ায় বাড়ি ঘর,
সেই কাহিনী বলতে গেলে
গা কাঁপে থরথর।

ত্রিশ লক্ষ প্রাণ ঝরে
রক্ত নদীর বান,
কেড়ে নিলো সেযে কতো
মা-বোনের সম্মান।

ঝাঁপিয়ে পড়ে বীর বাঙ্গালী
শেখ মুজিবের ডাকে,
দেশ মুক্তির জন্য সবাই
অস্ত্র নিয়ে হাঁকে।

মায়ের মুখের আর্তনাদ আর
বোনের চোখে জল,
যুদ্ধ করতে ছুটে চলে
দামাল ছেলের দল।

“জয় বাংলা” - স্লোগানে
উঠলো কেঁপে দেশ,
যুদ্ধ শেষে মুক্ত হলো
স্বাধীন হলো বেশ !

বলতে গেলে শেষ হয়না
একাত্তরের কথা,
রক্ত দিয়ে কিনে নিলাম
প্রিয় স্বাধীনতা ।