শেখ আহসানুল করিম, বাগেরহাট : বাগেরহাট - ২ (সদর ও কচুয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম শেখ সারহান নাসের তন্ময় সনাতন হিন্দু ধর্মাবলম্বী ভোটারদের সাথে মতবিনিময় সভায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের শতভাগ সমর্থন চাইলেন।

শুক্রবার দুপুরে বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়মে ওই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ তন্ময় বলেন, আমরা চেষ্টা করি আপনারা যাতে শান্তিতে থাকেন। আমরা-আপনারা সবাই মিলে শান্তিপূর্ণ এবং সমৃদ্ধিশালী বাংলাদেশের পথে এগিয়ে যেতে চাই। সকলকে ঐক্যবদ্ধ ভাবে একচিন্তা এবং একচেতনা নিয়ে এগিয়ে যেতে হবে। এজন্য বাগেরহাট- ২ আসনে হিন্দুদের ৭০ হাজার ভোটের শতভাগ নৌকার পক্ষে বলে তিনি দাবি করেন। এসময়ে সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা করোতালী দিয়ে শেখ তন্ময়ের বক্তব্য সমর্থন করেন।

বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাগেরহাট - ২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ তন্ময়ের সাথে সনাতন হিন্দু ধর্মাবলম্বী সুধিজনের সাধে মতবিনিময় সভার আয়োজন করে।

বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত রায়ের সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, বাগেরহাট-২ আসনে মনোনায়ন বঞ্চিত বর্তমান এমপি মীর শওকাত আলী বাদশা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, জেলা হিন্দু, বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শিব প্রসাদ ঘোষ, সাধারণ সম্পাদক মিলন কুমার ব্যানার্জী, আওয়ামী লীগ নেতা ফরিদা আক্তার বানু লুসী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অবনীশ চক্রবর্ত্তী সোনা প্রমুখ।

(ওএসএকে/এসপি/ডিসেম্বর ১৪, ২০১৮)