ঠাকুরগাঁও প্রতিনিধি : ৮৫ দিন মিল চলার টার্গেট নিয়ে ঠাকুরগাঁও জেলার সবচেয়ে ভারী শিল্প প্রতিষ্ঠান ঠাকুরগাঁও সুগারমিলস লিমিটেড এর ৬১তম আখ মাড়াই কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে।

শুক্রবার (১৪ ডিসেম্বর) বিকেল ৪.৩০মিনিটে ডোংগায় আখ নিক্ষেপ এর মধ্য দিয়ে এ মাড়াই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

৬১তম আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে ঠাকুরগাঁও সুগার মিল চত্বরে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে সুগার মিল কর্তৃপক্ষ।ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুস শাহী’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মো: আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী প্রমুখ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি ও ঠাকুরগাঁও সুগারমিল শ্রমিক ইউনিয়নের সা: সম্পাদক আ: কুদ্দুস, ঠাচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: উজ্জল হোসেন, জেলা আখ চাষী সমিতির সভাপতি মো: ইউনুস আলীসহ মিলের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।মিলের ব্যবস্থাপনা পরিচালক আ: শাহী জানান, চলতি মৌসুমে এক লক্ষ মেট্রিক টন আখ মাড়াই এর লক্ষমাত্র নির্ধারণ করা হয়েছে।

এ থেকে চিনি উৎপাদন হবে সাত হাজার দুইশত পঁচিশ মে: টন।চিনি আহরণের হার ধরা হয়েছে ৭.২৫% এবং মিল চলবে ৮৫ দিন।

(এফআইআর/এসপি/ডিসেম্বর ১৪, ২০১৮)