আন্তর্জাতিক ডেস্ক : ভারতে হিজড়াদের ‘তৃতীয় লিঙ্গ’ হিসেবে স্বীকৃতি দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। মঙ্গলবার দেশটির সর্বোচ্চ আদালত এ যুগান্তকারী সিদ্ধান্ত নেন। এর আগে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী নিজেদের লিঙ্গ পরিচয় হিসেবে নারী অথবা পুরুষ লিখতে বাধ্য হতো।

এ সময় সর্বোচ্চ আদালত তাদের সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া গোষ্ঠী হিসেবে বিবেচনার জন্য কেন্দ্রকে নির্দেশ দেন।

সর্বোচ্চ আদালত জানান, তৃতীয় লিঙ্গের সবাইকে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ দিতে হবে। তৃতীয় লিঙ্গের ক্যাটাগরিতে তাদের চাকরির সুযোগও দিতে হবে।

সর্বোচ্চ আদালত আরও জানান, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর আইনগত স্বীকৃতির অভাবে তারা বিভিন্ন বৈষ্যমের স্বীকার হতেন। তাদের আর শিক্ষা ও কর্মক্ষেত্রে অংশগ্রহণের সমান সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না।

এই প্রথমবারের মতো ভারতে তৃতীয় লিঙ্গ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেলো।

সর্বোচ্চ আদালত রাজ্য ও কেন্দ্রীয় সরকারের প্রতি তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য সামাজিক উন্নয়ন প্রকল্প চালু করা এবং তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর প্রতি সামাজিক কুসংস্কার কমাতে জনসচেতনামূলক প্রচারণা চালানোর নির্দেশ দেন।

এ সময় এই জনগোষ্ঠীর জন্য বিশেষ টয়লেট ও তাদের চিকিৎসার জন্য বিশেষ বিভাগ নির্মাণের জন্য প্রত্যেকটি রাজ্যকে নির্দেশ দেন সর্বোচ্চ আদালত।

(ওএস/এইচআর/এপ্রিল ১৫, ২০১৪)