খোকা থেকে বঙ্গবন্ধু অতঃপর স্বাধীনতার বীজ

ঘোর অন্ধকার দিন হায়েনার রাত
ভারতের সিংহাসনে ব্রিটিশ সাম্রাজ্যবাদ
বিপাশা গঙ্গা যমুনার পাড় ভাঙ্গে
উদিত সূর্যের দেশে চর জাগে,বর্গির আভাস।

ভুল নেতা ভুল ভূ-ভাগ দ্বিজাতি তত্ত্বের অভিশাপ
হক ভাসানি সোহরাওয়ার্দী অভিন্ন সংগ্রামের অঙ্গীকার
জলপাই বাহিনীর শকুনী আচার-অনাচার
ভাটির দেশে মাটির মনে হতাশার মনস্তাপ।

১৭ই মার্চ ১৯২০, টুঙ্গিপাড়ায় লুৎফুর -সায়েরার কোলে
মেঘাচ্ছন্ন আকাশ মুখরিত স্বদেশে খোকা ধুমকেতুর আবির্ভাব।
লিকলিকে লম্বা সুস্থির দুরন্তপনা কিশোর ছাত্র
অসিম সাহসে মৌলিক দাবিতে আগলে দাঁড়ায় পথ
১৯৩৯ এ হক সোহরাওয়ার্দী মিশনারি স্কুল পরিদর্শনে
সেই থেকে অবিরাম স্বপ্নমধুরতায় পিচ্ছল পথ চলা।

২৩মার্চ১৯৬৯ রেসকোর্স ময়দানে ১৪অধরে মুখরিত একটি ধ্বনি
আকাশ- বাতাস, বৃক্ষ -পাখি,সাগর-নদী ঢেউয়ের কল্লোলে শুনি
বঙ্গবন্ধু তুমিই আমাদের মুক্তির দিশারী।

রেসকোর্সের বাঙালি বীজ তলায় কখন রোপিবে বৃক্ষ বীজ
তৃষ্ণার্থ মৃত্তিকার বুক চিরে ব্রাত্য জনতার শৌর্য-বীর্যে
স্বদেশ জাতির উদ্বেগ উৎকন্ঠায় প্রতীক্ষিত সময় কাটে।
৭মার্চ ১৯৭১ আকাঙ্কার উৎসব মেলা আজ
অতঃপর
পিতা শোনালেন যুদ্ধ জয়ের অমর ঘোষণা
"এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম,আমাদের স্বাধীনতার সংগ্রাম"।