নিউজ ডেস্ক : সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছয় কেজি ৩২ গ্রাম ওজনের ৫২ পিস স্বর্ণের বার জব্দ করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। শনিবার সকালে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।

ওসমানী বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার আহমেদুর রেজা চৌধুরী জানান, জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৭০ লাখ টাকা।

তিনি জানান, সকালে দুবাই থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের ঢাকাগামী বিজি-২৪৮ ফ্লাইটের একটি সিটের নিচে থাকা ব্যাগ থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন যাত্রীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্টতা না পাওয়ায় তাদের ছেড়ে দেয়া হয়েছে।

(ওএস/এসপি/ডিসেম্বর ১৫, ২০১৮)