জামালপুর প্রতিনিধি : জামালপুর-৫ (সদর) আসনে বিএনপির কর্মী সমর্থকদের হুমকি, পোস্টার ছেড়া, প্রচারকেন্দ্র ভাংচুর, বাড়ী বাড়ী সাদা পোষাকে তল্লাশী, তারঁ গাড়ী বহরে হামলা, কালো টাকা ছড়ানো ও গরু মেরে ভুড়ি ভোজে নিয়ে আওয়ামীলীগ প্রার্থী বিরুদ্ধে সংবাদ সন্মেলনে অভিযোগ করেছে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন।

শহরের সর্দারপাড়ায় বিএনপির প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ে শনিবার দুপুর ১২টায় সংবাদ সন্মেলনে এ অভিযোগ করেন।

সংবাদ সন্মেলনে অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন অভিযোগে বলেন, কেন্দুয়া কালিবাড়ী বাজারে আমার গাড়ী বহরে আওয়ামীলীগের প্রার্থী মোজাফফর হোসেনের সমর্থকরা হামলা চালায়। এসময় ছাত্রদল নেতা বায়েজিদসহ ১০ নেতাকর্মী আহত হয়। সেখান থেকে আসার পর প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকরা নিজ
নির্বাচনী প্রচার কেন্দ্র ভাংচুর ও একটি আটো রিকাসায় আগুনে পুড়িয়ে বিএনপির ১৭ নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছে। আওয়ামীলীগ প্রার্থীর নিজ এলাকা দিগপাইত ইউনিয়নে ধানেরশীষ প্রতিকের নির্বাচনী কার্যক্রম বন্ধের হুমকিসহ আমাকে এলাকায় ঢুকতে দিচ্ছেনা।

তিনি আরো বলেন, প্রতিদিন রাতে মোটর সাইকেলের বহর নিয়ে সদর উপজেলার বিভিন্ন স্থানে পোস্টার
ছেঁড়াসহ নির্বাচনী প্রচার কেন্দ্র ভাংচুর ও বিএনপির কর্মী সমর্থকদের মারধর করছে।

তিনি আরো বলেন, আওয়ামীলীগের প্রার্থী ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন নির্বাচনী মাঠে কালা টাকা ছড়ানো,মোটর সাইকেল বিতরন ও বর্ধিত সভার নামে জনসভা করে গরু মেরে ভুরিভোজ করিয়ে ভোটারদের প্রভাবিত করছে। সদর উপজেলার লক্ষির চরের চর গজারিয়া মোড় বিশাল বড় কাঠের নৌকা ও তোরন নির্মান করে প্রচারনা চলাচ্ছে আওয়ামীলীগের প্রার্থী ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন।

তিনি পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নাছিমুল ইসলাম কেন্দুয়া কালিবাড়িতে বিএনপির নেতাকর্মীদের নির্বাচনী সভা না করার জন্য হুমকি দেন। এছাড়াও বিএনপির নেতাকর্মীদের বাড়ি বাড়ি সাদা পোষাকে পুলিশ তল্লাশি চালাচ্ছে। পুলিশি হয়রানীর মাধ্যমে নেতা-কর্মীদের
নির্বাচনী মাঠ ছাড়ার পায়তারা করছে।

এসব বিষয়ে একাধিক বার জেলা রির্টানিং কার্যালয়ে লিখিত অভিযোগ করলেও কোন প্রকার ব্যবস্থা নিচ্ছেনা জেলা রির্টানিং অফিসার। প্রশাসনের পক্ষপাতিত্ব আচরণ নির্বাচন অবাধ ও সুষ্ঠ না হওয়ার সম্ভবনা দেখা দিয়েছে। বিষয়গুলো আমলে নিয়ে নির্বাচনী সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে জেলা রির্টানিং অফিসারের প্রতি দাবি জানিয়েছে ওয়ারেছ আলী মামুন।

সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল হক খান দুলাল,যুগ্ন সম্পাদক আনিছুর রহমান বিপ্লব,বিশেষ সম্পাদক লোকমান আহমেদ লোটন, শহর বিএনপির সাধারন সম্পাদক মাঈন উদ্দিন বাবুলসহ বিএনপির নেতা-কমীরা । সংবাদ সন্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সাংবাদ সন্মেলনে উল্লেখিত অভিযোগ অস্বীকার করে জামালপুর-৫ (সদর) আসনের আওয়ামীলীগের প্রার্থীর ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন বলেন, নির্বাচনী মাঠ না থাকায় বিএনপির প্রার্থী অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন আমার বিরুদ্ধে অসত্য তথ্য পরিবেশন করছে।

পুলিশি হয়রানির অভিযোগ নিয়ে জামালপুরের পুলিশ সুপার মো: দেলোয়ার হোসেন বলেন, আমার পুডিলশকে কড়া নির্দেশ দিয়েছি নির্বাচন চলাকালীন কোন প্রার্থী বা প্রার্থীর কর্মী সমর্থকদের বাড়িতে তল্লাশী ও হয়রানী না করার জন্য। এরকম সুর্নিদিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

(আরআর/এসপি/ডিসেম্বর ১৫, ২০১৮)