ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : সকাল হতে গভীররাত পর্যন্ত ছয়টি ট্রেনে অভিযান চালিয়ে ৫৮০ জন যাত্রীর নিকট থেকে ভাড়াসহ ২ লাখ ২৩ হাজার টাকা আদায় করা হয়। এছাড়া রাজশাহীতে কয়েকটি আন্তঃনগর ট্রেনে পৃথক অভিযানে ৯০ হাজার টাকা আদায় করা হয়। শুক্রবার পাকশী বিভাগীয় রেলওয়ে কার্যালয়ের এই উদ্যোগ নেয়া হয়।

শনিবার পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আব্দুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করে বলেন, ঈশ্বরদী রেলওয়ে বাইপাস স্টেশনের উপর দিয়ে চলাচলকারী ঢাকাগামী বিভিন্ন রুটের যাত্রীবাহী ছয়টি ট্রেনে অভিযান চালানো হয়েছে।

ট্রেনগুলো হলো, ৭৫৩-৫৪ সিল্কসিটি এক্সেেপ্রস, ৭৭১ নম্বর রংপুর এক্সপ্রেস, ৭০৫ নম্বর একতা এক্সপ্রেস, ৭৭৬ নম্বর সিরাজগঞ্জ এক্সপ্রেস, ৭৫৭ দ্রুতযান এক্সপ্রেস, ৭৬৪ নম্বর চিত্রা এক্সপ্রেস।

পাকশী রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) নাজমুল ইসলাম বলেন, বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করা দন্ডনীয় অপরাধ। বিনা টিকিটে কোনো যাত্রী ট্রেন ভ্রমণ করলে ভাড়াসহ জরিমানা আদায় করা হয়। আগামীতেও অভিযান চলমান থাকবে বলে তিনি জানিয়েছেন।

(এসকেকে/এসপি/ডিসেম্বর ১৫, ২০১৮)